বিএনসিসির নোবিপ্রবি প্লাটুনের সিইউও সাজিদ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩


বিএনসিসির নোবিপ্রবি প্লাটুনের সিইউও সাজিদ
ছবি: জনবাণী

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) এর সর্বোচ্চ পদ সিইউও পদে পদান্নিত হলেন ক্যাডেট সার্জেন্ট সাজিদ খান। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন (সেনা শাখা) এর নতুন ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও)  হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।


রবিবার (১৭ ডিসেম্বর) ময়নামতি রেজিমেন্টে সিইউও ব্যাজ পরিধান করিয়ে তাকে উক্ত পদে পদান্নিত করেন রেজিমেন্ট কমান্ডার লে: কর্নেল মো. কামরুল ইসলাম,পিএসসি।


আরও পড়ুন: নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস


নোবিপ্রবি বিএনসিসির নতুন সিইউও সাজিদ খান বলেন- " বিএনসিসির সাথে আমার যাত্রা শুরু ২০১৮ সাল থেকে। ক্যাডেট র‍্যাংক থেকে এখন ক্যাডেটদের সর্বোচ্চ পদ পাওয়ার মাধ্যমে দায়িত্বের ভার আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গেল। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আমার বিশ্ববিদ্যালয় এবং আমার প্রিয় এই বিএনসিসির মুখ আরো উজ্জ্বল করতে।  ভবিষ্যতে এই সংগঠনের দ্বারা শুধু আমার ক্যাম্পাস বা প্রতিষ্ঠান নয় আমি আমার পুরো দেশের সকল মানুষের কাছে এর সেবা,শ্রম এবং সুবিধাসমূহ পৌঁছে দেবো। আপনাদের সকলের কাছে সাফল্য কামনা করছি।" 


উল্লেখ্য, সাজিদ খান নোবিপ্রবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


আরএক্স/