মশাল মিছিল থেকে বিএনপির ১১ নেতাকর্মী গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩


মশাল মিছিল থেকে বিএনপির ১১ নেতাকর্মী গ্রেফতার
প্রতীকী ছবি

ফরিদপুর জেলার সালথা উপজেলায় একটি মশাল মিছিল থেকে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 


রবিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার পর সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চালতা তলা নামক এলাকা থেকে ওই ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।


আরও পড়ুন: কুয়েতের আমিরের জানাজায় যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী


সোমবার (১৮ ডিসেম্বর) সকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  


গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ভাওয়াল পূর্ব পাড়া এলাকার বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু (৬৪), কামদিয়া এলাকার জাকির মাতুব্বর (২৮), জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম খান (৩৫), উপজেলার খাগৈর এলাকার আবু সাঈদ মোল্লা (১৮), গোপালিয়া এলাকার রাকিব হোসেন (২০), সালথা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান (৩৮), পুটিয়া এলাকার বাশার খান (৩৫), একই এলাকার শাকিল মৃধা (২৩), জয় কাইল এলাকার আছাদ মিয়া (৩৫), ভাওয়াল এলাকার মাহমুদুর রহমান সজীব (২৮) ও গোপালিয়া এলাকার হাফেজ ইয়াছিন মিয়া (১৮)।


আরও পড়ুন: ফখরুলের জামিনের রুল শুনানি ৩ জানুয়ারি


নাশকতামূলক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। আটকদের মামলা দায়ের শেষে আজ (সোমবার) আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান।  


জেবি/এজে