কেন্দ্রে ভোটের দিন সকালে যাবে ব্যালট পেপার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩


কেন্দ্রে ভোটের দিন সকালে যাবে ব্যালট পেপার
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


সোমবার (১৮ জানুয়ারি)  এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে ইসি। পরিপত্রে বলা হয়, শুধু দুর্গম এলাকায় ব্যালট পেপার যাবে ভোটের আগের রাতে।


পরিপত্রে ইসি জানায়, নির্বাচনি দ্রব্যাদি পরিবহন ও বিতরণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ভোটকেন্দ্রে ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার প্রেরণ করা হয়ে হবে।


আরও পড়ুন: কুয়েতের আমিরের জানাজায় যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী


এতে আরও বলা হয়, জেলা পর্যায় হতে উপজেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায় হতে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনি দ্রব্যাদি পরিবহন ও বিতরণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।


আরও পড়ুন: কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬


এ লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজন অনুসারে নির্বাচন কমিশন সচিবালয় হতে বিভাগ ও আঞ্চলিক বা জেলা পর্যায়ে নির্বাচনি দ্রব্যাদি পরিবহনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিভাগ ও আঞ্চলিক পর্যায় হতে জেলা সভায় এবং জেলা পর্যায় হতে উপজেলা পর্যায়ে দ্রব্যাদি পরিবহন ও বিতরণে অনুরূপ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে।


জেবি/এসবি