ভারত থেকে এলো ১৬৩ টন পেঁয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩
ভারত রফতানি বন্ধ ঘোষণার পরও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১৬৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টি ট্রাকে ১৬৩ টন পেঁয়াজ প্রবেশ করে এ স্থলবন্দরে।
সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৭ ডিসেম্বর থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করেছে ভারত। তবে ৭ ডিসেম্বরের আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো পর্যায়ক্রমে স্থলবন্দরে প্রবেশ করছে। রবিবার ১০ ট্রাকে ২০০ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। সোমবার দুপুর পর্যন্ত ছয়টি ট্রাকে আরও ১৬৩ টন পেঁয়াজ এসেছে।
আরও পড়ুন: সোনার দাম বাড়লো
এর আগে গত দুইদিনে ৩৬০ টন পেঁয়াজ এ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছে।
আরও পড়ুন: ১৫ দিনে প্রবাসী আয় এলো ১০৭ কোটি ডলার
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেওয়া হয়।
জেবি/এসবি