একটি ব্যালটে হাত দিলে একটি বুলেট খরচ করা হবে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩


একটি ব্যালটে হাত দিলে একটি বুলেট খরচ করা হবে
ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি ব্যালটের বিপরীতে একটি বুলেট ব্যবহার করা হবে বলে মন্তব্য করেছেন বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান।


সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন আবুল হাসনাত খান।


পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, সুষ্ঠু ভোটের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকবে। একটি ব্যালটে হাত দিলে একটি বুলেট খরচ করা হবে। ফ্রি ফেয়ার নির্বাচনের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। কোন আপস করা হবে না।


আরও পড়ুন: ২৯ ডিসেম্বর থেকে দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন


এ দিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেয়েছেন বাগেরহাটের চারটি সংসদীয় আসনের ২৬ জন প্রার্থী। সোমবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খালিদ হোসেন প্রার্থীদের হাতে এই প্রতীক তুলে দেন।


এ সময় বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাগেরহাট-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের এইচ এম আতাউর রহমান আতিকী ডাব প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহ আম প্রতিক, জাতীয় পার্টির (জাপা) মো. কামরুজ্জামান লাঙ্গল প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মো. মনজুর হোসেন সিকদার নোঙ্গর প্রতীক, তৃণমূল বিএনপি মো. মাহফুজুর রহমান সোনালী আঁশ, বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন নৌকা প্রতীক পেয়েছেন।


আরও পড়ুন: অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জোর দিচ্ছি


বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন ঈগল প্রতীক, জাকের পার্টির খান আরিফুর রহমান গোলাপ ফুল প্রতীক, তৃণমূল-বিএনপির মরিয়ম সুলতানা সোনালী আঁশ, বাংলাদেশ আওয়ামী লীগের শেখ তন্ময় নৌকা প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) সুলাইমান শিকদার নোঙ্গর প্রতীক, জাতীয় পার্টির জাপার হাজরা শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীক পেয়েছেন।


বাগেরহাট-৩ আসনে বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী ডাব প্রতীক, তৃণমূল-বিএনপির ম্যানুয়েল সরকার সোনালী আঁশ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো. ইদ্রিস আলী ঈগল প্রতীক, জাতীয় পার্টির জাপার মো. মনিরুজ্জামান মনি লাঙ্গল প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের শেখ নুরুজ্জামান মাসুম মশাল প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) সুব্রত মন্ডল নোঙ্গর প্রতীক এবং বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর নাহার নৌকা প্রতীক পেয়েছেন।


বাগেরহাট-৪ আসনে আ. লীগ মনোনীত প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ নৌকা প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. বদরুজ্জামান ছড়ি প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ লোকমান আম প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন ঈগল প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মো. রেজাউল ইসলাম রাজু নোঙ্গর প্রতীক, তৃণমূল বিএনপির লুৎফুন নাহার রিক্তা সোনালী আঁশ এবং জাতীয় পার্টির জাপার সাজন মিস্ত্রি লাঙ্গল প্রতীক পেয়েছেন।


রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন বলেন, ৩ জন স্বতন্ত্রসহ ২৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে।


জেবি/এজে