মার্কিন গ্রাহকদের ৭০০ মিলিয়ন ডলার দেবে গুগল


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩


মার্কিন গ্রাহকদের ৭০০ মিলিয়ন ডলার দেবে গুগল
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও ভোক্তাদের অ্যালফাবেটের গুগল ৭০০ মিলিয়ন ডলার দেবে বলে জানা গেছে। এছাড়া তাদের প্লে অ্যাপ স্টোরে আরও বেশি প্রতিযোগিতার অনুমতি দিতে সম্মত হয়েছে।


সোমবার (১৯ ডিসেম্বর) ফ্রান্সিসকো ফেডারেল আদালত প্রকাশিত অ্যান্টিট্রাস্ট নিষ্পত্তির শর্ত অনুযায়ী গুগল এই চুক্তিতে সম্মত হয়।


আরও পড়ুন: ইউটিউব ভিডিওতে ভিউ বাড়াবেন যেভাবে


এক বিবৃতিতে গুগল জানায়, গ্রাহকদের জন্য একটি সেটেলমেন্ট ফান্ডে ৬৩০ মিলিয়ন ডলার এবং রাষ্ট্রগুলির দ্বারা ব্যবহৃত একটি তহবিলে ৭০ মিলিয়ন ডলার প্রদান করবে গুগল।


আরও পড়ুন: যেভাবে বন্ধ করবেন ফেসবুকে হাইলাইটস এর নোটিফিকেশন


অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপ বিতরণে বেআইনি বিধিনিষেধ এবং ইন-অ্যাপ লেনদেনের জন্য অপ্রয়োজনীয় ফি দিয়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে গুগলের বিরুদ্ধে। যদিও অন্যায়ের কথা স্বীকার করেননি গুগল।


জেবি/এসবি