দেশে দ্রব্যমূল্য ও নিরাপত্তা নিয়ে ভয়ংকর অবস্থা সৃষ্টি হয়েছে: ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

দেশে আজ দ্রব্যমূল্য ও নিরাপত্তা
নিয়ে ভয়ংকর অবস্থা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে
এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি ‘উত্তাল
মার্চ’ শীর্ষক
এ আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আজ দ্রব্যমূল্য
ও নিরাপত্তা নিয়ে ভয়ংকর অবস্থা সৃষ্টি হয়েছে। মানুষ সড়কে কিংবা নিজের ঘরে নিরাপদ নয়।
এ অবস্থা থেকে আমাদের পরিবর্তন দরকার। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হই। সব দলগুলোকে আহ্বান
জানাই, আসুন দেশকে রক্ষার স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তুলি, সত্যিকার
অর্থে শান্তি-সমৃদ্ধির গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি।’
তিনি বলেন, ‘সরকার গায়ের জোরে
ক্ষমতায় বসে আছে। দেশে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন তাদের হত্যা করা হচ্ছে, জেলে
নেওয়া হচ্ছে, গুম করে দেওয়া হচ্ছে।’
সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস
পরিকল্পিতভাবে অস্বীকার করছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘আবার সময় এসেছে রাষ্ট্রকে ফেরত
পেতে। গণতন্ত্র ফিরিয়ে আনতে আবার ১৯৭১ সালের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
ড. খন্দকার মোশাররফ, জেএসডির সভাপতি আ. স. ম আব্দুর রব, কল্যাণ পার্টির চেয়ারম্যান
সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ড. মাহবুবুল্লাহ,
মোস্তাফা জামাল হায়দার, বিএনপির নেতা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম প্রমুখ।
ওআ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আশাবাদী

জামায়াত আমিরের বাসভবনে গেলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সঙ্গে যে আলোচনা করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

রুমিন ফারহানার বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের দাবি এনসিপির
