Logo

ভোর থেকেই ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন: তারেক রহমান

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
২৬ জানুয়ারি, ২০২৬, ১৭:৫১
ভোর থেকেই ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন: তারেক রহমান
ছবি: সংগৃহীত

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে সক্রিয় রয়েছে—এমন অভিযোগ তুলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোটের দিন ভোর থেকেই কেন্দ্রে উপস্থিত থেকে প্রতিটি ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় আপনারা বুঝে নেবেন।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে সরাসরি ভোটকেন্দ্রে যাবেন। এতে কেউ যেন ভোটে বাধা সৃষ্টি করতে না পারে বা কারচুপি করতে না পারে—সেদিকে নজর রাখবেন। আপনারা ভোটের প্রতিটি হিসাব বুঝে নেবেন।

বিজ্ঞাপন

হাতিয়ার দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান জানান, দল ক্ষমতায় গেলে এ সংকটকে অগ্রাধিকার দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। টেকসই বেড়িবাঁধ ও ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন নিয়ন্ত্রণ এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, স্থানীয়দের নানা সমস্যার কথা তিনি নোট করে রেখেছেন এবং ক্ষমতায় গেলে সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষকে বিজয়ী করুন। এরপর আমি নিজে এসে আপনাদের সঙ্গে দেখা করবো, কথা বলবো। বিএনপি জনগণের দল, ক্ষমতায় গেলে দেশের প্রকৃত মালিকানা থাকবে জনগণের হাতে।

বিজ্ঞাপন

মা-বোনদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নে নারীদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালুর পরিকল্পনা করা হবে।

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, তাকে বিজয়ী করলে এলাকার উন্নয়নের দায়িত্ব দল নেবে।

বিজ্ঞাপন

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন প্রার্থী মাহবুবের রহমান শামিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD