ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি

এর মধ্যে ঢাকাতেই ৪৩৩ জন। বাকি ৯০৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
বিজ্ঞাপন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে দুই জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৯৬ জন। এর মধ্যে ৪০ জন ঢাকার। অন্যান্য বিভাগের ১৫৬ জন।
বিজ্ঞাপন
এতে আরও বল হয়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৪৩৩ জন। বাকি ৯০৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩ লাখ ১৯ হাজার ৬৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬৪৬ জন।
জেবি/এসবি








