ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে দুই জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৯৬ জন। এর মধ্যে ৪০ জন ঢাকার। অন্যান্য বিভাগের ১৫৬ জন।
আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৯
এতে আরও বল হয়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৪৩৩ জন। বাকি ৯০৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
আরও পড়ুন: প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে এন্টিবায়োটিক বিক্রি করা যাবে না: বিএসএমএমইউ উপাচার্য
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩ লাখ ১৯ হাজার ৬৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬৪৬ জন।
জেবি/এসবি