আবারও নাশকতা, অল্পের জন্য রক্ষা পেল দুই ট্রেন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩


আবারও নাশকতা, অল্পের জন্য রক্ষা পেল দুই ট্রেন
ছবি: সংগৃহীত

দিনাজপুর বিরামপুর উপজেলায় রেললাইনের ওপরে স্লিপার খুলে রেখে নাশকতার চেষ্টা করেছেন হরতাল সমর্থকরা। এতে আনসার বাহিনীর ও গ্রামবাসীর প্রচেষ্টায় অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের প্রায় ৫ শতাধিক যাত্রী।


বুধবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল হক। এর আগে রাত সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে। 


পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বিরামপুর রেলস্টেশনের দক্ষিণে রেললাইনের ওপর স্লিপার রেখে নাশকতার চেষ্টা করছিল দুর্বৃত্তরা। আজ সকালে একই স্টেশনের দক্ষিণ পার্শ্বে রেললাইন কাটা দেখতে পাওয়া যায়। এতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা যায় পঞ্চগড় এক্সপ্রেস।


আরও পড়ুন: দিনাজপুরে বিনামূল্যে গাভী বিতরণ


বর্তমানে এই লাইনে গতি কম দিয়ে  ট্রেন চলাচল করছে। ফলে কিছুটা শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আলাদা ঘটনায় ৮ জনের নামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।


আরও পড়ুন: দিনাজপুরে ইস্কন মন্দিরের উদ্দ্যোগে রথযাত্রা


এর আগে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে নাশকতার ঘটনা ঘটে। দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ হয়ে ঘটে প্রাণহানিও।


জেবি/এসবি