নাশকতা এড়াতে ২ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৯ পিএম, ২২শে ডিসেম্বর ২০২৩

দেশে ট্রেন চলাচল ঝুঁকিতে পড়তে যাচ্ছে। পরপর দুটি ট্রেনে অগ্নিকান্ড ঘটেছে। পৃথক দুটি ঘটনায় ৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ট্রেনে নাশকতা এড়াতে এবার রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: হাড়কাঁপানো শীতে কাঁপছে পঞ্চগড়
শুক্রবার (২২ ডিসেম্বর) থেকে ট্রেনটির চলাচল বন্ধ রাখতে পশ্চিমাঞ্চল রেলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল বিভাগীয় রেলওয়ে ম্যানেজারকে এক চিঠিতে এ নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: জুমার দিনের যেসব আমল করলে গুনাহ মাফ হয়
এ বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার জানিয়েছেন, নাশকতা এড়াতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় এবং ইঞ্জিন সংকট থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেনটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
জেবি/এজে
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা

মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

আফগানিস্তানে পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ সহায়তার কার্গো ফ্লাইট

ফেসবুক পোস্টে বাংলাদেশ পুলিশের জরুরি ঘোষণা
