আফগানিস্তানে পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ সহায়তার কার্গো ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫২ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি কার্গো ফ্লাইট ইতোমধ্যে আফগানিস্তানে পৌঁছেছে।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) ১১ দশমিক ২২৭ টন ত্রাণ সহায়তা নিয়ে দেশটিতে পোঁছায় ত্রাণবাহী ফ্লাইটটি।
জানা গেছে, ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে বিমান বাহিনীর বিমানটি আজই বাংলাদেশে ফিরে আসবে।
আরও পড়ুন: ফেসবুক পোন্টে বাংলাদেশ পুলিশের জরুরি ঘোষণা
এর আগে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান শুক্রবার সকাল ৮টায় জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে আফগানিস্তানের কাবুলের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।
১১ দশমিক ২২৭ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস এবং ঔষধ।
উল্লেখ্য, আফগানিস্তানের পূর্বাঞ্চলে রবিবার (১ সেপ্টেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ২ হাজার ২০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩ হাজারের বেশি আফগান নাগরিক। ৮ হাজারের অধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।
আরও পড়ুন: জশনে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রামের অলিগলিতে উৎসবমুখর পরিবেশ
ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগাক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ অবস্থায় আফগান জনগণের জরুরি মানবিক সহায়তা পাঠাল বাংলাদেশ।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা

মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

ফেসবুক পোস্টে বাংলাদেশ পুলিশের জরুরি ঘোষণা

জশনে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রামের অলিগলিতে উৎসবমুখর পরিবেশ
