ফেসবুক পোস্টে বাংলাদেশ পুলিশের জরুরি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৮ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫

লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জরুরি একটি পোস্ট করেছে বাংলাদেশ পুলিশ।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এ বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার প্রদান করা হবে।
আরও পড়ুন: জশনে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রামের অলিগলিতে উৎসবমুখর পরিবেশ
পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধারে এক লাখ টাকা, এসএমজি উদ্ধারে এক লাখ ৫০ হাজার টাকা, এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা এবং প্রতি রাউন্ড গুলি উদ্ধারে ৫০০ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়া তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও ফেসবুক পোস্টে জানানো হয়।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় দামি ঘড়ি, পরশু পেয়েছি আইপ্যাড, লোভ হলেও ফিরিয়ে দিয়েছি: ফাওজুল কবির
এর আগে, গত ২৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে একই ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা

মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

আফগানিস্তানে পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ সহায়তার কার্গো ফ্লাইট

জশনে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রামের অলিগলিতে উৎসবমুখর পরিবেশ
