ভোলার মনপুরায় অগ্নিকাণ্ড

৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৭ টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
বিজ্ঞাপন
ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
রবিবার (২৪ ডিসেম্বর) আনুমানিক ভোর রাত সারে তিন টার দিকে উপজেলার হাজিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে মনে করছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি মুদির দোকান, একটি পান ও ডিমের দোকান, খাবার ফিডের দোকান, ওষুধের ফার্মেসি দুইটি, একটি চায়ের দোকান ও মসলার দোকান। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণের তালিকা তৈরীর কাজ চলছে।
মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার ফজলুর রহমান আজ সকালে জনবাণীকে জানান, ভোর রাতে হাজিরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৭ টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
বিজ্ঞাপন
আরএক্স/