বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা টিফিনের টাকা তুলে দিল নৌকার প্রার্থীকে


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩


বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা টিফিনের টাকা তুলে দিল নৌকার প্রার্থীকে
ছবি: জনবাণী

ঢাকার ধামরাইয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা নিজেদের টিফিনের টাকা তুলে দিয়েছেন নৌকার প্রার্থীকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বেনজীর আহমেদকে। তার নির্বাচনী কাজে ব্যয়ের জন্য শিক্ষার্থীরা এই অর্থ নৌকার প্রার্থী বেনজীর আহমেদকে তুলে দেয় বলে জানা যায়।


রবিবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সানোড়া ইউনিয়নের বড় নারায়ণপুরে একটি বিদ্যালয়ের মাঠে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের আয়োজিত অনুষ্ঠান থেকে এ অর্থ তার হাতে তুলে দেওয়া হয়।


আরও পড়ুন: নির্বাচন নিয়ে যা ভাবছেন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা


আয়োজকরা জানান, শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বেনজীর আহমদের প্রতি কৃতজ্ঞতা থেকে ধামরাই উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকশ শিক্ষার্থী নিজেদের এক বেলার টিফিনের টাকা জমা করে তার নির্বাচনী ব্যয়ের জন্য তুলে দেন। তবে অর্থের পরিমাণ তারা জানাননি। 


বিশ্ববিদ্যালয় পড়ুয়া অপর শিক্ষার্থী মো. সোহানুর রহমান বুলবুল বলেন, শিক্ষার উন্নয়নে বেনজীর আহমদ বহু ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও যাতে এই ধারা অব্যাহত থাকে, সেই জন্য তার চলার পথে শিক্ষার্থীরাও অংশ হতে চায়। সেজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা থেকে এ অর্থ দিয়েছি।


শিক্ষার্থীদের দেওয়া অর্থ হাতে পেয়ে আপ্লুত হয়ে বেনজীর আহমদ বলেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা চিন্তায় মননে সমাজের সবচেয়ে অগ্রগামী। তারা নিজেদের একদিনের টিফিনের অর্থ জমা করে আমাকে দিয়েছে। রাজনৈতিক জীবনে এ এক পরম পাওয়া। আগামী দিনের কাণ্ডারিদের এই সমর্থন আমাকে অনেক বেশি অভিভূত এবং সম্মানিত করেছে। আজকে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো শিক্ষার্থীরা। এমন ঘটনা বিরল। আমার মনে হয় ধামরাইয়ের শিক্ষার্থীরাই প্রথম এমন দৃষ্টান্ত স্থাপন করলো। কোনো রাজনৈতিক ব্যক্তিকে এমন ভাবে সম্মানিত করা এটিও পৃথিবীতে বিরল।


আরও পড়ুন: ঢাবি উপাচার্যের নেতৃত্বে মেট্রোরেল ভ্রমণ 


তিনি বলেন, এই সচেতন শিক্ষার্থীদের মতো ধামরাইয়ের জনগণও আমাকে নানাভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছেন। আশা করছি আগেও সরাসরি ভোটে জনগণ আমার পক্ষে যেভাবে রায় দিয়েছেন। আগামী ৭ জানুয়ারিতেও একইভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।


এ সময় ধামরাই উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরএক্স/