মেটা’কে উগ্রপন্থী ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মেটা’কে উগ্রপন্থী ঘোষণা

ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানি ‘মেটা’কে একটি উগ্রপন্থী সংস্থা হিসেবে ঘোষণা করতে যাচ্ছে রাশিয়া। 

শনিবার (১২ মার্চ) রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের দপ্তর ‘মেটা’কে একটি উগ্রপন্থী সংস্থা হিসেবে ঘোষণা এবং রাশিয়ায় এর কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আবেদন করেছে বলে জানিয়েছে বিবিসি। 

এর আগে মেটা সহিংস বক্তব্যের ব্যাপারে তাদের নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দেয় যাতে কিছু দেশের লোকদেরকে রুশ বাহিনীর প্রতি সহিংস মনোভাব প্রকাশের সুযোগ দেয়া যায়। তবে এই নীতি রুশ বেসামরিক জনগণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও জানায় তারা। 

এদিকে, ইনস্টাগ্রামে ঢোকার ওপরও বিধিনেষেধ আরোপ করেছে বলে নিশ্চিত করেছে রাশিয়ান কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, রাশিয়ায় ফেসবুক ও টুইটারে ঢোকার ওপর ইতিমধ্যেই বিধিনিষেধ আরোপিত হয়েছে।

এসএ/