বাইডেন-জেলেনস্কি’র ৪৯ মিনিটের ফোনালাপে যা বললেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেছেন।
শুক্রবার (১১ মার্চ) ৪৯ মিনিট ধরে দুই নেতার মধ্যে আলোচনা চলে। খবর সিএনএন।
ফোনালাপের পর জেলেনস্কি টুইট বার্তায় জানায়, ইউক্রেন যুদ্ধের সবশেষ পরিস্থিতি সম্পর্ক বাইডেনকে জানানো হয়েছে। অবগত করা হয়েছে বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার অপরাধ সম্পর্কেও। তিনি বলেন, আমরা ইউক্রেনের নিরাপত্তা জোরদার এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়াতে আরও পদক্ষেপের বিষয়ে সম্মত হয়েছি।
রাশিয়া ইউক্রেনে হামলার পর থেকে যতবার বাইডেন জেলেনস্কির মধ্যে ফোনালাপ হয়েছে তার সময়সীমা ছিল ৩০ থেকে ৪০ মিনিট।
ওআ/