অপ্রয়োজনীয় মেইল ঠেকাতে জিমেইলে নতুন সুবিধা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৮:৪৬ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩


অপ্রয়োজনীয় মেইল ঠেকাতে জিমেইলে নতুন সুবিধা
ছবি: ফাইল

ব্যবহারকারীদের নানাবিধ প্রয়োজনে, কোনও প্রতিষ্ঠানের সেবা নেওয়ার ক্ষেত্রে তাদের ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হয়।আর এই কারনে সেসব প্রতিষ্ঠানের পণ্য বা সেবার বিভিন্ন প্রচারণামূলক মেইল এসে জমা হতে থাকে। এতে দেখা যায়  ইনবক্সে বিভিন্ন অপ্রয়োজনীয় মেইল এসে জমা হয়। ফলে প্রয়োজনীয় মেইল পেতে অনেক সমস্যা হয়। এসব সমস্যা থেকে রেহাই পেতে গুগল তার জিমেইল অ্যাপে ‘আনসাবস্ক্রাইব’ বাটন সংযুক্ত করেছে।


আরো পড়ুন: শিগগিরই আসছে অ্যাপলের ‘ভিশন প্রো’


সাধারণত কোনও মেইল আনসাবস্ক্রাইব করতে হলে ই-মেইল ওপেন করার পর নিচের দিকে থাকা “আনসাবস্ক্রাইব” লিংকে ক্লিক করা লাগে। কিন্তু নতুন এই সুবিধা চালু হলে ই-মেইলের উপরেই ‘আনসাবস্ক্রাইব’ নামে বাটন দেখা যাবে। আর সেই বাটনে ক্লিক করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ব্যবহারকারীর নিবন্ধিত ই-মেইলটি বন্ধ হয়ে যাবে। ফলে এর পর থেকে ব্যবহারকারীর ইনবক্সে সেই প্রতিষ্ঠানের কোনও প্রকার মেইল আর কখনোই আসবে না।


আরো পড়ুন: বছরের দীর্ঘতম রাত আজ


তবে নতুন এই সুবিধাটি আপাতত শুধু আইওএস অ্যাপে সংযুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি এখনও চালু করেনি গুগল। কিন্তু কবে নাগাদ চালু হবে সেই তথ্যও এখন পর্যন্ত জানা যায়নি।


এমএল/