কলকাতায় গেস্ট হাউজে আগুনে পুড়ে বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কলকাতায় একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম সামিমাতুল আরস (৬০)। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে আরেক বাংলাদেশিসহ দুইজন অসুস্থ হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনন্দবাজার জানায়, শনিবার ভোরে শহরের নিউমার্কেট এলাকার ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) একটি গেস্ট হাউসের রিসেপশনে আগুন লাগে। পরে তা দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে যায়। আগুনে হাউসের দশ থেকে বারটি ঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে কয়েকজন বাংলাদেশি ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও ষাটোর্ধ্ব এক নারী আগুনে পুড়ে মারা যান।
মৃত নারীর নাম সামিমাতুস আরস। এ ছাড়া ৩৫ বছরের মইনুল হক নামে এক বাংলাদেশি নাগরিককে অসুস্থ অবস্থায় স্থানীয় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওআ/