শিল্প শ্রমিকদের জন্য পণ্য সরবরাহের বাজার সংযোগ কার্যক্রম উদ্বোধন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫


শিল্প শ্রমিকদের জন্য পণ্য সরবরাহের বাজার সংযোগ কার্যক্রম উদ্বোধন
ছবি: প্রতিনিধি।

পুষ্টি নিরাপত্তা ও বাজার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি বিপণন অধিদপ্তর এবং আপনটেক লিমিটেড যৌথভাবে এক নতুন বাজার সংযোগ উদ্যোগের উদ্বোধন করেছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের কৃষকদের উৎপাদিত তাজা ও মানসম্মত কৃষিপণ্য সরাসরি দেশের শিল্প শ্রমিকদের মাঝে সরবরাহ করা হবে।


সোমবার (২৮ জুলাই) রাজধানীর মানিক মিয়া এভিনিউ এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক নাসির-উদ-দৌলা।


কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক নাসির-উদ-দৌলা বলেন, এই মহৎ উদ্যোগটি কৃষক ও শ্রমিকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে একটি কার্যকর বাজার সংযোগ প্রতিষ্ঠার পথে একটি প্রশংসনীয় পদক্ষেপ। সরকারি প্রতিষ্ঠান হিসেবে  কৃষি বিপণন অধিদপ্তর কৃষক ও শ্রমিক-উভয় পক্ষের প্রতি দায়বদ্ধ, এবং এই উদ্যোগকে সহায়তা ও বাস্তবায়নের মাধ্যমে সেই দায়িত্ব পালন করতে পেরে আমরা আনন্দিত।


চলতি বছরের শুরুতে কৃষি বিপনন অধিদপ্তর ও আপনটেক লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উদ্দেশ্য হলো, শ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা এবং একই সঙ্গে কৃষকদের জন্য একটি ন্যায্য, স্বচ্ছ ও কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তোলা।


প্রাথমিকভাবে ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামের অনুমোদিত কারখানাগুলোতে চালু করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে খাদ্য নিরাপত্তা মেনে চলা এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।  প্রাথমিকভাবে আলু, পিঁয়াজ, রসূন, আদা ও অন্যান্য তাজা সবজী কৃষি বিপণন অধিদপ্তরের মধ্যস্থতায় এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় কৃষকের নিকট সংগ্রহন করা হবে। পরবর্তী ধাপে শ্রমিকগদের পুষ্টি নিশ্চকরণের লক্ষ্যে চাল, ডাল, ডিম, মাছ, মাংস ও অন্যান্য খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় কৃষকের নিকট সংগ্রহন করা হবে।  এই উদ্যোগের ফলে সরবরাহ চেইনের দক্ষতা বৃদ্ধি পাবে।


বক্তারা জানান, সামাজিক উদ্যোক্তা সাইফ রশিদ কর্তৃক ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন আপন বাজার। বাংলাদেশের শিল্প শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে আপন বাজার। আপন বাজার বড় বড় কারখানার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে শ্রমিকদের জন্য "ফেয়ার প্রাইস শপ" নেটওয়ার্কের মাধ্যমে ছাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো সাশ্রয়ী মূল্য, আর্থিক সেবা এবং স্বাস্থ্য-সংক্রান্ত সুবিধা প্রদানের মাধ্যমে শ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করা। 


এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালকগণ ও কর্মকর্তাগণ, কৃষক প্রতিনিধি, গার্মেন্টসকর্মী, সরবারহ প্রতিষ্ঠান ও আপনটেকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


এসডি/