এক মাছের দাম ৫০ হাজার টাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৭ পিএম, ২৭শে ডিসেম্বর ২০২৩


এক মাছের দাম ৫০ হাজার টাকা
ছবি: সংগৃহীত

বরগুনায় পাথরঘাটাতে ১৮ কেজি ওজনের একটি তাইরা মাছ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।


বুধবার (২৭ ডিসেম্বর) সকালে পাথরঘাটার বিএফডিসি মার্কেটে বিক্রি হয় মাছটি।


জানা গেছে, সামুদ্রিক মাছটির নাম তাইরা। কিন্তু কেউ এটিকে লাক্ষা মাছ বা তাইল্যা মাছ বলে। ইংরেজিতে মাছটিকে স্যালমন বলে। সুস্বাদু হওয়ায় এবং প্রচুর আয়োডিন সম্পন্ন মাছটির দামও অনেক বেশি হয়ে থাকে।


আরও পড়ুন: বরগুনায় বামনা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন


পাইকার মাছ ব্যবসায়ী সাইফুল জানান, বড় তাইরা মাছ খুবই কম পাওয়া যায়। মাছটির ঢাকার বড় বড় হোটেল ও এয়ারপোর্টে চাহিদা রয়েছে।


আরও পড়ুন: বরগুনা বামনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “এই মাছটি সচারাচর পাওয়া যায় না। এটি সামুদ্রিক মাছ। এই মাছটির ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রসহ বিদেশে চাহিদা রয়েছে বেশ। মাছটি সুস্বাদু এবং প্রচুর আয়োডিন সম্পন্ন হওয়ায় দামও অনেক বেশি।”


জেবি/এসবি