ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে বললেন ইসি রাশেদা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩


ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে বললেন ইসি রাশেদা
নির্বাচন কমিশনার রাশেদা । ছবি: জনবাণী

কুড়িগ্রামে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময়ের পূর্বে সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, ‘আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে চাই। যে নির্বাচনে ভোটাররা আসবে। তাদের ভোট দিয়ে তারা বলতে পারবে আমরা ভোট দিতে পেরেছি। এটা দেশে ও আন্তর্জাতিক মহলে সমাদৃত হবে। যাতে আমাদের গণতন্ত্রটা আরো সুসংহত হয়। এই বার্তাটা দেয়ার জন্য আপনাদের কাছে আমাদের আসা। আমরা কমিশন কিভাবে ইলেকশনটা করতে চাই, কি আকারের ইলেকশন চাই। সেগুলো আপনাদের কাছে সমন্বয় করা দরকার বলে আপনাদের এখানে মূলত আমাদের আসা।’


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডিমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) এসএম রশিদুল হক প্রমুখ।


আরও পড়ুন: পরিত্যক্ত মর্টারশেল ধ্বংস বাংলাবান্ধায় স্থলবন্দরে


এছাড়াও তিনি বলেন, ‘আমি সাংবাদিক ভাইদের বলতে চাই, নির্বাচনে আপনাদের সরাসরি কোন কাজ না থাকলেও আপনাদের ভূমিকাটা কিন্তু অত্যন্ত জরুরী। আপনারা কিন্তু আমাদের ইলেকশনটা কতটুকু স্বচ্ছতার সাথে হলো, কতটুকু নিরপেক্ষতার সাথে হলো এই চিত্রগুলো আপনারাই কিন্তু জনগনের সামনে তুলে ধরতে পারবেন। আপনাদের কাছে আহবান জানাবো আপনারা বস্তুনিষ্ট সংবাদ প্রচার করবেন। যেটা ঘটে গেছে আপনারা সেটাই লিখবেন, ভালো ঘটে গেলে ভালো, মন্দ ঘটে গেলে মন্দ, আমরা বলবো না মন্দ ঘটে গেলে পাবলিশ করবেন না।’ 


আরও পড়ুন: সূয্যি মামার দেখা নেই, কুয়াশায় ঢাকা উত্তরের জনপদ


নির্বাচন কমিশনার রাশেদা চৌধুরী আরো বলেন, ‘যদি কেউ ভোটারদের বাঁধা দেয়, কোন রকম ভয়ভীতি দেখায়, হুমকী ধামকী দেয়, সেটা যে স্থানেই হোক এটা কিন্তু অপরাধ, এতে শাস্তির বিধান করা রয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।,


দিনব্যাপী অবস্থানকালে তিনি জেলার প্রিজাইডিং অফিসার, প্রার্থী ও প্রশাসনের সাথে আইন-শৃংখলা বিষয়ক মিটিং-এ উপস্থিত থাকবেন।


আরএক্স/