দিল্লি থেকে ঢাকায় ফিরলেন পিটার হাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৫ পিএম, ২৮শে ডিসেম্বর ২০২৩

টানা এক সপ্তাহ ভারতের নয়াদিল্লিতে অবস্থানের পর ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় ঢাকায় ফেরেন তিনি।
এর আগে গেল ২২ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় একটি ফ্লাইটে স্ত্রীকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পিটার হাস
আরও পড়ুন: পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে বসেছেন পিটার হাস
দিও তার ভারত সফরের বিষয়ে তখন বিস্তারিত কিছু জানানো হয়নি। এ কারণেই তার এই সফর নিয়ে নানা আলোচনা শুরু হয়।
আরও পড়ুন: ‘পিটার হাস কোথায় গেছেন, সরকার জানে’
কূটনৈতিক সূত্রগুলো তখন জানিয়ে, পিটার হাস ভারতে শুধু বড়দিনের ছুটি কাটাবেনই না, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কূটনীতিকদের সঙ্গে আলোচনাও করবেন।
জেবি/এসবি