আশুলিয়ায় ফেন্সিডিলসহ ২ মাদক কারাবারি গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৯ পিএম, ২৮শে ডিসেম্বর ২০২৩


আশুলিয়ায় ফেন্সিডিলসহ ২ মাদক কারাবারি গ্রেফতার
গ্রেফতারকৃত দুই মাদক কারবারি। ছবি: জনবাণী

কেএম সবুজ: মালবাহী ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকা হতে মাদক নিয়ে রাজধানীর শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। 


তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৯ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাকসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করে। 


আরও পড়ুন: প্রচারণার গাড়ি ভাংচুরের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা


তাদের মধ্যে রয়েছে মো. শফিকুল ইসলাম (৩৫) ও  মো. সোহানুর ইসলাম রুবেল (৩২)। গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বাড়ির লালমনিরহাট জেলায়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে জানিয়েছে, পরষ্পর যোগসাজশে বেশকিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই ও আশুলিয়ার নিকটবর্তী বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। 


আরও পড়ুন: ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না: প্রধানমন্ত্রী


উল্লেখ্য, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


আরএক্স/