গুইমারায় সহকারী রিটাটিং অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫৬ পিএম, ২৮শে ডিসেম্বর ২০২৩


গুইমারায় সহকারী রিটাটিং অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ছবি: জনবাণী

নুরুল আলম : খাগড়াছড়ি জেলার গুইমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সহকারী রিটার্নিং অফিসারের সাথে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


আরও পড়ুন: সহিংসতা একেবারেই হয়নি, সেটা বলছি না: সিইসি


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা এবিএম কামরুজ্জামান, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহম্মেদ, বিজয় টিভির খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এম সাইফুর রহমান, গুইমারা থানার এস আই মংসাই মারমা, গুইমারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ও সাংবাদিক দিদারুল আলম,  প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহ আলম, প্রেসক্লাব দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, প্রেসক্লাবের সদস্য আশ্রাফুল ইসলাম বেলাল, মহিউদ্দিন, জনি ভট্টচার্য্য প্রমূখ।


দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে সাংবাদিকদের করণীয় কিকি সে বিষয় আলোচনা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। এছাড়াও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা রেখে সভার সমাপ্তি করেন।


আরএক্স/