বাগেরহাটে গরু বাঁধাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩


বাগেরহাটে গরু বাঁধাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ছবি: জনবাণী

বাগেরহাটের মোরেলগঞ্জে গরু বাঁধাকে কেন্দ্র করে মোহাম্মদ শফী চাপরাশি (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালি গ্রামে জনৈক ফারুক শেখ এর জমির মাঠে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শফী চাপরাশি গুলিশাখালি গ্রামের মৃত তাসেন চাপরাশির ছেলে। 


আরও পড়ুন: দেশের ভোট পর্যবেক্ষণ করবেন ২০ হাজার ৭৭৩ জন


পুলিশ ঘটনার সাথে জড়িত একই গ্রামের মোশারফ তালুকদার (৫৪) কে গ্রেফতার করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা  হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 


মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 


আরও পড়ুন: বিএনপির আলতাফ-হাফিজের ২১ মাসের কারাদণ্ড


তিনি বলেন, এদিন সকালে প্রথমে মোশারফ তালুকদার গরুর ঘাস খাওয়ানোর জন্য জমিতে যায়। কিছুক্ষণ পর একই জমিতে মোহাম্মদ শফী চাপরাশি তার গরু বাঁধতে গেলে মোশারফ তালুকদার তাকে গরু বাঁধতে নিষেধ করে। এক পর্যায়ে উভায়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। এসময় মোশারফ তালুকদার উত্তেজিত হয়ে লাঠি দিয়ে শফী চাপরাশি মাথায় ও ঘাড়ে  আঘাত করে। পরে আহত অবস্থায় শফী চাপরাশি নিজ বাড়ির দিকে রওনা করে কিছু দূর যাওয়ার পর মাঠের মধ্যেই পড়ে গিয়ে মারা যায়। 


এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান তিনি। 


আরএক্স/