পাঁচ বছর পর বরিশাল যাচ্ছেন শেখ হাসিনা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২৪ এএম, ২৯শে ডিসেম্বর ২০২৩


পাঁচ বছর পর বরিশাল যাচ্ছেন শেখ হাসিনা
ফাইল ছবি

আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পাঁচ বছর পর আজ বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন।


শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় বিমানযোগে বরিশালের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। বিকেল ৩টায় বিভাগীয় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।


আরও পড়ুন: ৭ জানুয়ারি দেশে সাধারণ ছুটি ঘোষণা


তার সফরকে কেন্দ্র করে গোটা বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলার আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।


স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে এবং এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানস্থলে মঞ্চ নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে।


বরিশাল থেকে প্রধানমন্ত্রী বিকেলে গোপালগঞ্জ যাবেন। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।


জেবি/এজে