মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়েকে হত্যা করে আত্মহত্যা করেছেন মেয়েটির বাবা। শনিবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বাঙালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব আহমেদ (৪৫) নিজ বাড়িতে তার মেয়ে রাকা খাতুন (৮)-কে গলাটিপে হত্যা করে। এরপর একই ঘরে নিজে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় জহুরুল ইসলাম জানায়, ‘দীর্ঘদিন ধরে রাজিব হোসেন ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবুও পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে দাবি স্থানীয়দের।’
উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যু সঠিক তথ্য জানা যাবে।’
এসএ/