দেশে এপিবিএনের ২০০ প্লাটুন ফোর্স মোতায়েন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩


দেশে এপিবিএনের ২০০ প্লাটুন ফোর্স মোতায়েন
ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দেশে ২০০ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মোতায়েন রাখা হয়েছে। 


এপিবিএনের ডিআইজি মোল্লা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


আরও পড়ুন: কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে ব্যাপক গণসংযোগ


তিনি  গণমাধ্যমকে বলেন, “অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে মেট্রোপলিটন এলাকা ও জেলাগুলোতে সহায়তার লক্ষ্যে ২০০ প্লাটুন এপিবিএন ফোর্স ২৯ ডিসেম্বর হতে ১০ জানুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে এবং দায়িত্ব পালন করবে।”


আরও পড়ুন: ধিক্কার জানাই বিএনপি-জামায়াতকে: প্রধানমন্ত্রী


এদিকে, নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠে থাকবে পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসারের প্রায় সাড়ে সাত লাখ সদস্য। নির্বাচনের আগে-পরে ও ভোটের দিন নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবেন তারা।


জেবি/এসবি