Logo

কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে ব্যাপক গণসংযোগ

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৩
82Shares
কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে ব্যাপক গণসংযোগ
ছবি: সংগৃহীত

সেই সাথে জনগণের মাঝে নৌকার লিফলেট বিতরণ করেন।

বিজ্ঞাপন

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ  মনোনীত প্রার্থী দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণসংযোগ চালানো হয়েছে। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ গণসংযোগের আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নেতাকর্মীরা এসময় ভাঙ্গারহাট বাজার, ডগলাস বাজার,  আটাশীবাড়ী, নারিকেলবাড়ী, বুরুয়াবাড়ী সহ বিভিন্ন এলাকায় মিছিল সহকারে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। সেই সাথে জনগণের মাঝে নৌকার লিফলেট বিতরণ করেন। 

এসময় প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়ীত্বপ্রাপ্ত প্রতিনিধি ও নির্বাচনী চীফ এজেন্ট সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, জেলা পরিষদের সাবেক সদস্য দেব দুলাল বসু পল্টু, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সর্বানন্দ বৈদ্য, সাধারণ সম্পাদক আ. মালেক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শওকত হোসেন, আওয়ামী লীগ নেতা - জাহাঙ্গীর হোসেন খান, ফরিদ আহমেদ সিকদার, অরবিন্দ রায়, খায়রুল আলম রিপন, ইউনিয়ন যুবলীগের সভাপতি অশোক কুমার বৈদ্য, বীর মুক্তিযোদ্ধা প্রভাত চন্দ্র রায়, কৃষকলীগ সহ সভাপতি এস এম আজাহার উদ্দীন, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাস, ইউপি সদস্য মাহামুদা বেগম, সুনিতি বিশ্বাস সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD