Logo

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা শীর্ষ পাঁচে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি, ২০২৬, ১২:০৫
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা শীর্ষ পাঁচে
ছবি: সংগৃহীত

অব্যাহতভাবে অবনতি হচ্ছে বৈশ্বিক বায়ুদূষণ পরিস্থিতি। শীতকালীন শুষ্ক আবহাওয়ার প্রভাবে বিশ্বের বিভিন্ন মেগাসিটির মতো রাজধানী ঢাকাতেও বায়ুমান প্রায়ই বিপজ্জনক পর্যায়ে পৌঁছাচ্ছে। শনিবার (৩১ জানুয়ারি) বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ, যেখানে বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ২০৮। গতকাল শুক্রবার একই সময়ে এই স্কোর ছিল ১৮৬। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ঢাকার বায়ুদূষণের মাত্রা আরও বেড়েছে। একিউআই মানদণ্ড অনুযায়ী, আজকের এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

শীর্ষে থাকা অন্যান্য শহর তালিকার তথ্যমতে, ৩৩২ স্কোর নিয়ে আজ দূষণের শীর্ষে অবস্থান করছে মিশরের কায়রো। ভারতের রাজধানী দিল্লি ২৩৫ স্কোর নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২১৭। এছাড়া ভারতের আরেক শহর কলকাতা ১৭৪ স্কোর নিয়ে রয়েছে সপ্তম অবস্থানে। তালিকার শীর্ষ চারটি শহরের বায়ুমানই ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ১৯৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটার, ১৮৬ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ভারতের কলকাতা ১৭৪ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে। তালিকার অন্যান্য শহরের মধ্যে আফগানিস্তানের কাবুল ১৬৫ স্কোর নিয়ে অষ্টম, মিয়ানমারের ইয়াঙ্গুন ১৬২ স্কোর নিয়ে নবম এবং চীনের বেইজিং ১৬০ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে।

একিউআই স্কোর অনুযায়ী শূন্য থেকে ৫০ ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD