বাংলাদেশি হজযাত্রীদের ভিসার আবেদনের তারিখ ঘোষণা

পবিত্র হজ পালনে ইচ্ছুক বাংলাদেশি যাত্রীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থায় নিবন্ধিত সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চলমান রয়েছে।
সৌদি সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী, হজে অংশ নিতে হলে প্রত্যেক যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য পরীক্ষার পর আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি সরকারের নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা আবেদন সম্পন্ন করা বাধ্যতামূলক বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এ ক্ষেত্রে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করানো এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ শেষে ফিটনেস সনদ সংগ্রহ করে যথাসময়ে ভিসার আবেদন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ধর্মবিষয়ক মন্ত্রণালয় আরও স্পষ্ট করে জানিয়েছে, চলতি হজ মৌসুমে ফিটনেস সনদ ব্যতীত কোনো হজযাত্রীকে হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করতে হজযাত্রীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নির্দিষ্ট সময়সূচি মেনে স্বাস্থ্য পরীক্ষা ও ভিসা কার্যক্রম সম্পন্ন হলে হজযাত্রীদের যাত্রা প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








