উপকূলীয় তিন জেলায় লঞ্চঘাট ও ফেরীঘাট উদ্বোধন

বরিশাল, ভোলা এবং নোয়াখালী জেলার উপকূলীয় ও প্রত্যন্ত এলাকায় নৌ যাত্রীসেবা নিশ্চিতকরণে বিশ্বব্যাংক কর্তৃক বাস্তবায়িত বিআরডব্লিউটিপি-১ প্রকল্পের অধীন ৪টি লঞ্চঘাটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং ১টি লঞ্চঘাট ও ২ টি ফেরীঘাটের উদ্বোধন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১ এর অধীন বরিশাল জেলার হিজলা উপজেলার হিজলা লঞ্চঘাট; বরিশাল সদর উপজেলার লাহারহাট লঞ্চঘাট; ভোলা জেলার ইলিশা লঞ্চঘাট ও মনপুরা উপজেলার রাম নেওয়াজ লঞ্চঘাট-২ এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন; বরিশাল জেলার হিজলা উপজেলার মৌলভীরহাট লঞ্চঘাট উদ্বোধন ও সংশ্লিষ্ট নৌপথে প্রি ড্রেজিং ও পোস্ট ড্রেজিং কার্যক্রম তদারকি; নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলচিরা ফেরীঘাট এবং হাতিয়া উপজেলার নলচিরা ফেরীঘাট উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী।
ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
বিজ্ঞাপন
এ সময় বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা; নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা অনুবিভাগ) মো আবুল ইসলাম; যুগ্মসচিব (উন্নয়ন) এইচ. এম. মনিরুজ্জামান; যুগ্মসচিব এবং সদস্য (প্রকৌশল) এ, কে, এ, এম, ফজলুল হক; যুগ্মসচিব এবং সদস্য (পরিঃ পরিঃ) মো. সাজেদুর রহমান; বিআইডব্লিউটিএ'র বিভাগীয় প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।








