Logo

দেশে পৌঁছেছে প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীদের পোস্টাল ব্যালট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি, ২০২৬, ১৪:২০
দেশে পৌঁছেছে প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীদের পোস্টাল ব্যালট
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকারের প্রয়োগ শুরু করেছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীরা এখন পর্যন্ত মোট ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ ব্যালট দেশে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রায় ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের ঠিকানায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন প্রবাসী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি আরও জানান, ভোট দেওয়ার পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। প্রবাসীদের সঙ্গে দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের মধ্যেও পোস্টাল ব্যালট বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের অভ্যন্তরে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ২ লাখ ৬৯ হাজার ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। দেশে কর্মরত সরকারি চাকরিজীবী, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং কারাগারে থাকা আইনি হেফাজতে থাকা ভোটাররাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট বিতরণ ও গ্রহণের এই তথ্য প্রমাণ করে যে নির্বাচনী প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণ গত বছরগুলোর তুলনায় এবার আরও বিস্তৃত। নির্বাচনের শুরুর আগে প্রবাসীদের এই প্রস্তুতি ভোটাভুটির স্বচ্ছতা ও অংশগ্রহণ বৃদ্ধি করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD