সুন্দরগঞ্জ আসনে নির্বাচনী ইস্তেহারের ওয়াদা ভঙ্গের জবাব দিতে প্রস্তুত জনগণ

স্বতন্ত্র প্রার্থীর ঢেঁকি প্রতীকের পক্ষে ভোটারদের অবস্থান


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩


স্বতন্ত্র প্রার্থীর ঢেঁকি প্রতীকের পক্ষে ভোটারদের অবস্থান
ছবি: জনবাণী

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই লক্ষ্যেই নির্বাচনী মাঠে ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা।


বর্তমানে আসনটিতে মোট প্রার্থীর সংখ্যা ১০ জন হলেও প্রচার প্রচারণায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বাসীর আস্থার প্রতীক মাটি ও মানুষের নেতা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারীর বড় মেয়ে ইঞ্জিনিয়ার নাহিদ লিগার সাগর ও জাপা মনোনীত প্রার্থী শামিম হায়দার।


আরও পড়ুন: জেল সুপারের বাসায় কাজ করতে গিয়ে লাপাত্তা আসামি!

 

এই দুই প্রার্থীর মধ্যে নির্বাচনী মাঠ দখল করে নিয়েছেন ঢেঁকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাহিদ লিগার। 


এ আসনে প্রথমে নৌকা প্রতীকের প্রার্থী দেয়া হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারীকে। পরে প্রতীক বরাদ্দের আগে নৌকা প্রতীক তুলে নেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।


সেই আনন্দে আত্মহারা হয়ে আতশবাজি ফাটিয়ে আনন্দ উদযাপন করেন জাপা দলের নেতারা। নৌকা না থাকায় হতাশায় পরেন আসনটির জনগণ। তারপরেও ভোটাররা তাকিয়ে ছিলেন মিসেস আফরুজা বারীর দিকে।

 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিসেস আফরুজা বারীর মেয়ের নাম প্রকাশ পেলে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার নাহিদ লিগার সাগরের পক্ষে গণ জোয়ার তোলেন ভোটাররা।

 

আরও পড়ুন: গাইবান্ধার সাদুল্লাপুরে সাথী ফসলের চাষ বেড়েছে


আসনটির সর্বস্তরের জনগণের মুখেমুখে জাপা দলের সংসদ সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারীর নির্বাচনী ইস্তেহারে দেয়া ওয়াদার কথা তুলে ধরে মাঠ দাপিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করছেন সর্বস্তরের জনতা ।


দেশে ব্যাপক উন্নয়ন হলেও সেই উন্নয়নের কিঞ্চিত পরিমাণ উন্নয়নের ছোঁয়া লাগেনি আসনটিতে। তাই দ্বাদশ নির্বাচনে ভোটাররা ভোট প্রয়োগ করে আসনটির আমোল পরিবর্তন করতে লাঙ্গল ছেড়ে ঢেঁকি প্রতীকের হাল ধরেছেন আসনটির ১৫ টি ইউনিয়নের জনগণ।


আরএক্স/