Logo

ভোটার বহনে যানবাহন ব্যবস্থা করতে পারবেন না প্রার্থী: ইসি

profile picture
জনবাণী ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৭
84Shares
ভোটার বহনে যানবাহন ব্যবস্থা করতে পারবেন না প্রার্থী: ইসি
ছবি: সংগৃহীত

নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমানের স্বাক্ষর করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন (ইসি) বলেছে, কেন্দ্রে ভোটারদের নিতে কোনও ধরনের যানবাহনের ব্যবস্থা করতে পারবেন না প্রার্থীরা। অন্যথায় এ আচরণ বিধি ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমানের স্বাক্ষর করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, “প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট এবং সমর্থকরা যাতে ভোটারদের ভোটকেন্দ্রে নিতে কোনো প্রকার যানবাহন ব্যবস্থা করতে না পারেন, অথবা আচরণ বিধিমালা অনুসরণ করেন, সে বিষয়ে প্রার্থীদের করণীয় ও বর্জনীয় দিকগুলোর বিষয়ে সতর্ক করে দিতে হবে। অন্যথায় আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এখন চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD