জাবি সিনেটরের নেতৃত্বে ভোট বর্জনের আহবানে লিফলেট বিতরণ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩


জাবি সিনেটরের নেতৃত্বে ভোট বর্জনের আহবানে লিফলেট বিতরণ
লিফলেট বিতরণ। ছবি: জনবাণী

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে ঢাকা জেলা বিএনপি নেতা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত বিএনপি সমর্থিত সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। 


শুক্রবার (২৯ ডিসেম্বর) সাভার পৌর এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।


আরও পড়ুন:  ইবি শিক্ষার্থীদের রঙের ছোঁয়ায় রঙিন ইন্দ্রজিতের মাটির ঘর


লিফলেট বিতরণ কালে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, একদলীয় পাতানো নির্বাচনে জনমানুষের সমর্থন নেই। এটি নির্বাচনের নামে তামাশা। দেশকে গনতন্ত্রের পথে ফিরিয়ে নিতে আগামী ৭ তারিখ ভোট বর্জনের মাধ্যমে এই সরকারকে লাল কার্ড দেখানোর আহবান জানাচ্ছি। যখন জনসাধারণ কথা বলতে ভয় পায়, তখন বুঝতে হবে দেশে গনতন্ত্র নেই।


এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব, ভাসানী হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বেনজির হোসেন, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, ছাত্রনেতা নাইমুল হাসান কৈশিক, শফিকুল ইসলাম, এম আর মুরাদ, জিসান, ফুয়াদ, রাজু সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।


আরএক্স/