থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে প্রাণ গেল কিশোরের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:১৮ পিএম, ১লা জানুয়ারী ২০২৪

গাজীপুর জেলার কালীগঞ্জে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে এক কিশোরের প্রাণহানি হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চুয়ারিয়া খোলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহতের নাম মিরাজ হোসেন (১৭)। তিনি জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়া খোলা এলাকার মোবারক হোসেনের ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে থাকবে আড়াই হাজার পুলিশ
জানা গেছে, কালীগঞ্জ উপজেলার চুয়ারিয়াখোলা এলাকায় বাড়ির পাশে থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে গান বাজাতে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ করছিল মিরাজ হোসেন। একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সমর্থনে তিন আসনে স্বতন্ত্র প্রার্থী
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, ‘মিরাজ হোসেনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
