ঢাকার অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানী ঢাকার ২১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, “ঢাকা শহরে একই স্থানে একটি কেন্দ্র আবার একাধিক কেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বাইরে টহলপাটি স্টাইল হিসেবে বিজেপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবেন। এতে নির্বাচন শান্তিপূর্ণ হতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছি।”
আরও পড়ুন: নতুন আলোতে, নতুন স্বপ্ন
তিনি আরও বলেন, “ঢাকা শহরে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। শহরের মধ্যে অনেক দূরবর্তী কেন্দ্রও রয়েছে, যেখানে ট্রলার দিয়ে যেতে হয়। সব বিবেচনা করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা মজবুত বলে মনে করছি।”
আরও পড়ুন: নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই: সিইসি
হাবিবুর রহমান বলেন, “আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে সব ধরনের কার্যক্রম চলছে। প্রচারণার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে। অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে।”
জেবি/এসবি