জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪
জাপানে শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে। দেশটির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পের পর ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামা অঞ্চলের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা।
জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে টিভির সংবাদে বলা হয়, হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, তারা তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ইশিকাওয়া ও এর আশেপাশের প্রশাসনিক অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন: ৫২ বছর রাজত্বের পর ডেনমার্কের রানির সিংহাসন ছাড়ার ঘোষণা
এনএইচকে টিভি সতর্ক করে দিয়ে বলেছে, “পানির স্রোত ৫ মিটার (১৬.৫ ফুট) পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে এবং জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।”
আরও পড়ুন: ২০২৪ সালকে বরণ করল নিউজিল্যান্ড
এনএইচকে জানায়, ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা শহরের উপকূলে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জেবি/এসবি