Logo

৬ জানুয়ারি ভোটের সার্বিক প্রস্তুতি জানাবে ইসি

profile picture
জনবাণী ডেস্ক
২ জানুয়ারী, ২০২৪, ০১:২৭
85Shares
৬ জানুয়ারি ভোটের সার্বিক প্রস্তুতি জানাবে ইসি
ছবি: সংগৃহীত

সোমবার (১ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস কনফারেন্সে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি আগামী শনিবার (৬ জানুয়ারি) দেশবাসীকে জানানো হবে বলে জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, এজন্য একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে নির্বাচন কমিশন।

সোমবার (১ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস কনফারেন্সে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

ইসি সচিব বলেন, “আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি বিকেল  ৩ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ নির্বাচন নিয়ে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হয়েছে। অনুগ্রহ করে আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “নির্বাচন সংক্রান্ত সব বিষয়গুলো দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, মেহমান যারা আছেন, তাদের সম্মুখে আমরা মূলত জানাতে চাই।”

বিজ্ঞাপন

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে এক হাজার ৮৯১ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৮ লাখের মতো ভোটগ্রহণ কর্মকর্তা ও আট লাখের মতো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। আর ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD