কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না: ইসি আনিছুর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪


কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না: ইসি আনিছুর
নির্বাচন কমিশনার আনিছুর রহমান - ফাইল ছবি

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, “এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য করতে আমরা ব্যর্থ হলে রাষ্ট্রই ব্যর্থ হয়ে যাবে। দেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না।”


মঙ্গলবার (২ জানুয়ারি)  আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান তিনি।


আরও পড়ুন: ভোটের দিনও চলবে গণপরিবহন, বন্ধ থাকবে মোটরসাইকেল


প্রশাসনে রদবদল নিয়ে ইসি আনিছুর বলেন, “রদবদল হয়েছে অনেক, প্রয়োজন ছিল বলেই করা হয়েছে।”


তিনি আরও বলেন, “কমিশনের একটাই নির্দেশনা-অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন।”


আরও পড়ুন: বিএনপি এখন নালিশ পার্টি: পররাষ্ট্রমন্ত্রী


আনিছুর বলেন, “কিছু সমমনা দল নির্বাচন প্রতিহতের ঘোষণা দিচ্ছে। অন্য যেকোনো নির্বাচনের তুলনায় এবার সহিংসতা কম হয়েছে। আশা করি, ২০১৪ সালে যে ব্যাপক সহিংসতা ও জানমালের ক্ষতি হয়েছিল এবার তা হবে না।”


জেবি/এসবি