এই আসনে শকুনের মতো তাকিয়ে আছে ষড়যন্ত্রকারী: শাহজাহান ওমর


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪


এই আসনে শকুনের মতো তাকিয়ে আছে  ষড়যন্ত্রকারী: শাহজাহান ওমর
কথা বলেছেন শাহজাহান ওমর - ছবি: জনবাণী

ঝালকাঠি-১ আসনের নৌকা মার্কার হেভিওয়েট প্রার্থী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম এর নৌকা মার্কার সমর্থনে রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১ জানুয়ারি) বিকেলে সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত সভায় উপস্থিত থেকে ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চান ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম।


এ সময় শাহজাহান ওমর বলেন, এখনো কি এখানে বিএনপি আছে? ‘আছে নাকি দুই-একটা’ যদি থেকে থাকো- থাকতেই পারো। রাজনৈতিক মতানৈক্য থাকতেই পারে। সব কথার এক কথা তোমাদের বিএনপি বানাইলো কে? তোমাদের ওস্তাদ কে? ওস্তাদ যখন বুদ্ধিমত্তা বিবেচনা করে নৌকায় উঠেছে তোমাদের আর কোনো ভাবনার বিচার বিবেচনা আছে? যদি দু - চারজন থেকে থাকো অচিরেই উপজেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ সাহেবের হাত ধরে নৌকায় উঠো। সকলে মিলে মিশে নৌকার পক্ষে কাজ করো। আমি এই অঞ্চলকে নৌকার দূর্গ গড়ে তুলবো।


তিনি আরও বলেন, এইযে ষড়যন্ত্র কারীরা তারা চাচ্ছে নির্বাচনে যেনো ভোট কম কাস্ট হয়। ৫০ ভাগের ৫১ ভাগ পেলেইতো সে জিতে নাকি, এখন যেহেতো অন্য দল নেই ২ ভোট পাইলেও আপনি জিতে গেলেন। বাকি ৪৯ ভোট লাগেনা। তখন এই কুচত্রুী মহল, স্বার্থান্বেষী বিদেশি মহল বিদেশি গণমাধ্যমে প্রচার করবে যে বাংলাদেশে ভোট হয় নাই। পাঁচ, দশ বা বিশ % ভোট হয়েছে, এই নির্বাচন অবৈধ। এইটাকে যদি বৈধতা দিতে চান তাহলে একটাই সমাধান এখানে যদি ৬০% ভোট জনগন দেয় তাহলে নেত্রী বলতে পারবেন দু-একটি দল নির্বাচনে আসে নাই, জনগনতো আসছে। জনগনের আশা আকাঙ্খা প্রতিফলিত হয়েছে। কাজেই ৬০ থেকে ৭০ ভাগ ভোট দিতে হবে।


আরও পড়ুন: অন্য দেশের পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারের সুযোগ নেই : হানিফ


তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন, কেহ যেনো একাধীক ভোট দেয়ার চিন্তা না করে। কারণ আপনাদের এই সংসদীয় এলাকায় শকুনের মতো তাকিয়ে আছে অনেক ষড়যন্ত্রকারী, অনেক সাংবাদিক, অনেক পর্যেবেক্ষক আপনারা টেরও পাবেন না। তারা যদি একটি ছবি তোলো রিপোর্ট করে যে আপনি জাল ভোট দিতেছেন এইটা কিন্তু ব্যাপকতা ধারন করবে। এই রকম যারা মনে করেন লোক আসুক বা না আসুক সিল মেরেই পাশ করে যাবো তারা কিন্তু হাসিনার চরম শত্রু। আমি আপনাদের সেবক বা ভাই হিসেবে আমি অনুরোধ করতে চাই আপনারা সবাই ভোটে আসবেন। শুধু আপনারা না স্ত্রী, মেয়ে বা অন্য যারা ভোটার আছে তাদের আনতে হবে। একটা দিনে একটা সিল আমাকে উপহার দান করুন আমি পাঁচ বছর আপনাদের সেবা করবো।


আরও পড়ুন: আমি রিস্কে আছি: মাহি


সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, ওয়ার্কাস পার্টির আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, উপেজলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক নাসির উদ্দীন মৃধা, সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মাঈনুল হায়দার নিপু। অনুষ্ঠানে সভাপিতত্ব করেন সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবাহান খান। সঞ্চলনায় ছিলেন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।


জেবি/এসবি