আদমজী ইপিজেডের বন্ধ কোম্পানির শ্রমিকদের বকেয়া পরিশোধ শুরু করল বেপজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪
আদমজী ইপিজেডের বন্ধ কারখানা মেসার্স স্ক্যান্ডেক্স নিটওয়্যার লিমিটেড (ইউনিট ২) এর শ্রমিকদের বেতন ভাতাদির বকেয়া পাওনা পরিশোধ শুরু করল বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
সোমবার (১ জানুয়ারি) একটি অনুষ্ঠানে পাওনা পরিশোধে উক্ত কার্যক্রম শুরু করে আদমজী ইপিজেড।
আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মসিহউদ্দিন বিন মেসবাহ অনুষ্ঠানে ১০০ শ্রমিককে বেতন ভাতাদির বকেয়া পাওনার চেক হস্তান্তর করেন। বাকী শ্রমিকরে বকেয়া পাওনাদি পরবর্তীতে ধাপে ধাপে প্রদান করা হবে।
আরও পড়ুন: ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি হলেন শেখ আকতার উদ্দিন আহমেদ
উল্লেখ্য, স্ক্যান্ডেক্স নিটওয়্যার লিমিটেড ২০০৯ সাল থেকে আদমজী ইপিজেডে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। ২০২২ সালে ব্যবস্থাপনা পরিচালকের মৃত্যুর পর প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এমতাবস্থায়, প্রতিষ্ঠানটি লে অফে যায়। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি চালাতে র্ব্য হওয়ায় লে অফকৃত ৬১৭ জন এবং বিভিন্ন সময়ে পাওনা অপরিশোধিত ৩৬০ জন সহ মোট ৯৭৭ জন শ্রমিক কর্মচারীর বেতন বকেয়া ছিল।
বন্ধ কারখানাটি বেপজা নিলাম প্রক্রিয়ায় বিক্রয়ের ব্যবস্থা করে। দীর্ঘ প্রক্রিয়া শেষে বেপজার ঐকান্তিক প্রচেষ্টায় বিক্রয়লব্ধ অর্থ হতে শ্রমিক কর্মচারীর বকেয়া পাওনাদি পরিশোধ কার্যক্রম শুরু হল।
আরও পড়ুন: আইএফআইসি ব্যাংকের দনিয়া শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কারখানা বন্ধ হওয়ার প্রায় দুই বছর পর শ্রমিকরা নতুন বছরের প্রথম দিনে তাদের বকেয়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বকেয়া পাওনা বুঝিয়ে দিতে ধারাবাহিক প্রচেষ্টার জন্য তারা বেপজাকে আন্তরিক ধন্যবাদ জানায়।
জেবি/এসবি