Logo

বিজ্ঞান জাদুঘরে স্থপতি ইয়াফেস ওসমান, বিজ্ঞান চর্চার সুযোগ বেড়েছে

profile picture
জনবাণী ডেস্ক
৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০৪
92Shares
বিজ্ঞান জাদুঘরে স্থপতি ইয়াফেস ওসমান, বিজ্ঞান চর্চার সুযোগ বেড়েছে
ছবি: সংগৃহীত

হিমালয়ে বাংলাদেশের পতাকা পৌঁছে দিয়েছে ২টি ছেলে ও ২টি মেয়ে। এখানে নারী-পুরুষের অবদান সমান”।

বিজ্ঞাপন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে খাদ্যে ভেজাল নিয়ে এক বিজ্ঞান বিষয়ক নাটিকার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্থপতি ইয়াফেস ওসমান।

তরুণ শিক্ষার্থীদের নিয়ে মঙ্গলবার (২ জানুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে স্থপতি ইয়াফেস ওসমান বলেন, “ডিজিটাল বাংলাদেশ থেকে বর্তমানে দেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এ ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হয়ে মোবাইল সেক্টরে বিপ্লব আনা হয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নেতৃত্বে। এর সুফল হিসেবে দেশের প্রতিটি শিক্ষার্থী, ব্যক্তি ও পরিবার বিজ্ঞান চর্চার সুযোগ পাচ্ছে এবং দেশের প্রতিটি সেক্টরে এখন বিজ্ঞানের প্রয়োগ ঘটছে। বর্তমান তরুণ প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের ত্যাগ-তিতীক্ষার ইতিহাস জানেনা। তাদেরকে এ গৌরবময় ইতিহাস জানাতে হবে। প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ এবং বিজ্ঞানের আলোয় উজ্জীবিত এ তরুণ প্রজন্ম দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। হিমালয়ে বাংলাদেশের পতাকা পৌঁছে দিয়েছে ২টি ছেলে ও ২টি মেয়ে। এখানে নারী-পুরুষের অবদান সমান”। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনীর হাসান বলেন, “বিজ্ঞান, প্রযুক্তি ও রোবট যাই প্রয়োগ করা হোকনা কেন, ব্যক্তি হিসেবে সবার মধ্যে থাকতে হবে সততা, নৈতিকতা ও দেশাত্মবোধ”। 

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “খাদ্যে ভেজালের বিষয়টি বিজ্ঞান নাটিকার মাধ্যমে জাতিকে সচেতন করা হচ্ছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বহুমাত্রিক বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতার মাধ্যমে মানুষকে বিজ্ঞান মনস্ক করছে। এটি শুধু জাদুঘর নয়, এটি একটি একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে জাতিগঠনমূলক কাজে নিয়োজিত”। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক এ নাটিকা পরিবেশন করে রাজধানীর শেরেবাংলা নগর বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির একদল শিক্ষার্থী। নাটিকা শেষে বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে তাদেরকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।  

বিজ্ঞাপন

আরএক্স/  

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD