আসামের গোলাঘাটে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৬:৪৮ পিএম, ৩রা জানুয়ারী ২০২৪


আসামের গোলাঘাটে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

আসামের গোলাঘাটের দেরগাঁওয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু ঘটল। এ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের স্বজনদের ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এককালীন আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। 


প্রধানমন্ত্রী মোদি এক্স একাউন্টে লিখেছেন, "আসামের গোলাঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক। পিএনআরএফ থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্য করছে।" 


এদিকে আসাম মুখ‍্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা গভীর শোক প্রকাশ করেছেন।