শীত মৌসুমে ঠোঁট ফাটার সমস্যা দূর করার ঘরোয়া কিছু উপায়
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪
শীত মৌসুমে আমাদের ত্বক আর চুল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ঠোঁট ফাটার সমস্যায় ভোগেন প্রায় সবাই। অনেক সময় নানা উপকরণ ব্যবহার করেও ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না কোনোভাবেই। ব্যবহারের কিছুক্ষণ পরই আবার ঠোঁট শুকিয়ে যা তাই। অনেক সময় ঠোঁট ফেটে রক্তও বের হতেও দেখা য়ায়। এ ধরনের সব সমস্যা এড়াতে ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু উপাদান। তবে চলুন জেনে নেওয়া যাক ঠোঁট ফাটা দূর করার ঘরোয়া কিছু উপায়-
১. মাখন ব্যবহার
মাখন শুধু খেতেই সুস্বাদু নয়, এতে আছে অনেক উপকারিতাও। বিশেষ করে ঠোঁট ফাটা সমস্যায় মাখন বেশ উপকারী। তাই সুযোগ পেলেই ঠোঁটে মাখন লাগাতে পারেন। এভাবে নিয়মিত ঠোঁটে মাখন ব্যবহার করলে ঠোঁট ফাটার সমস্যা দূর হতে অনেক সাহায্য করবে। এছাড়া মাখন সামান্য গরম করেও ঠোঁটে হালকা ম্যাসাজ করতে পারেন। এতেও উপশম পাবেন।
আরও পড়ুন: শীতকালীন সুপারফুড ৪ খাবার
২. মধু ব্যবহার
রূপচর্চায় দীর্ঘদিন ধরেই মধু ব্যবহৃত হয়ে আসছে। এটি কাজে লাগাতে পারেন আপনার ঠোঁটের যত্নেও। ঠোঁটে নিয়মিত মধু ম্যাসেজ করতে পারেন। মধু ঠোঁট ফাটা সারিয়ে তুলতে কাজ করে থাকে। প্রতিদিন গোসলের পূর্বে হাতে মধু নিয়ে ম্যাসাজ করুন। ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত করুন ঠোঁট ফাটার সমস্যা দূর হবে।
৩. দুধের সর ব্যবহার
দুধের সর আমাদের ত্বকের যত্নে আরেকটি কার্যকরী উপাদান হতে পারে। প্রতি রাতে ঘুমানোর আগে ঠোঁটে দুধের সর মেখে রাখতে পারেন। এই উপাদান ত্বক হাইড্রেটেড করতে দারুণ সহায়তা করেন। এটি ত্বককে ময়েশ্চারাইজ করে। তাই এভাবে নিয়মিত ব্যবহার করার ফলে দূর হবে ঠোঁট ফাটার সমস্যা।
আরও পড়ুন: শীতের সময় আরামসয় ব্লাউজ
৪. অ্যালোভেরা জেল ব্যবহার
ত্বকের পরিচর্যায় এর আগেও অ্যালোভেরা জেল ব্যবহার নিশ্চয়ই করে থাকবেন? এটি চুল ভালো রাখতেও বেশ কাজ করে। তবে এবার আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন ঠোঁটের যত্ন নিতে। প্রথমে অ্যালোভেরা জেলের সাথে সামান্য নারিকেল তেল মিশিয়ে নিন। এরপর ঠোঁটে ম্যাসেজ করে নিন। এতে ঠোঁট অনেক মোলায়েম হবে ও ফাটা ত্বক নিমেষেই দূর হবে।
৫. অলিভ অয়েলের ব্যবহার
শীতে আপনার ঠোঁট ভালো রাখতে অন্যতম ভূমিকা রাখতে পারে অলিভ অয়েল। এই তেল ঠোঁটের ফাটা সারিয়ে তুলতে বেশ কার্যকারী। সেইসাথে ত্বককে হাইড্রেটেড করবে যাতে ত্বক শুষ্ক হয়ে না পড়ে। নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করলে ত্বকের অনেক সমস্যা থেকে মুক্তি মেলে।
এমএল/