Logo

মসজিদের বাইরে ইমামকে গুলি করে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
৪ জানুয়ারী, ২০২৪, ২২:০২
92Shares
মসজিদের বাইরে ইমামকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

নিউইয়র্কের মসজিদ-মুহাম্মদ-নেওয়ার্কের বাইরে গুলি করে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এক মসজিদের বাইরে ইমামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারি) সকাল ৬টার পর এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

এক প্রতিবেদনে বলা হয়, নিহত ওই ইমামের নাম ইমাম হাসান শরিফ নিউইয়র্কের মসজিদ-মুহাম্মদ-নেওয়ার্কের বাইরে গুলি করে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

নেওয়ার্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেগ এক বিবৃতিতে বলেন, ইমাম শরিফকে নিকটস্থ ইউনিভার্সিটি হাসপাতােলে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। পরে তিনি সেখানেই মারা যান।

বিজ্ঞাপন

 

তবে এই ঘটনার কয়েক ঘণ্টা পরও পুলিশ হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি। এছাড়াও কী কারণে ইমামের উপর এ হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি।

 

বিজ্ঞাপন

ফ্রিটজ ফ্রেগ জানান, ‘ঘটনার তদন্ত চলছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি। 

 যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ইন নিউ জার্সি এ ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 

বিজ্ঞাপন

 

জানা যায়, ইমাম হাসান শরিফ ২০০৬ সাল থেকে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার (টিএসও) হিসেবেও কাজ করছিলেন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD