গাজীপুর জিরানী বাজারের ফুটওভার ব্রিজ যেন মরণ ফাঁদ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪


গাজীপুর জিরানী বাজারের ফুটওভার ব্রিজ যেন মরণ ফাঁদ
ফুটওভার ব্রিজ। ছবি: জনবাণী

মানিক খান: গাজীপুর চন্দ্রা থেকে নবীনগর রোডে জিরানী বাজার একটি ফুটওভার ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্যস্ত নগরীর শত শত মানুষ পারাপার হচ্ছে এই ফুটওভার ব্রীজ দিয়ে। দীর্ঘদিন ধরে সঠিক তদারকি ও মেরামত না করায় ব্রিজের অসংখ্য পাটাতনে ফাটল দেখা দিয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। 


পড়ুন: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


ফলে নিরাপত্তা ঝুঁকি নিয়েই প্রতিদিন এই ব্রিজটি দিয়ে পার হচ্ছে অসংখ্য মানুষ।জানা যায়, ৫/৭ বছর আগে ব্যস্ত সড়ক পারাপার হওয়ার জন্য ঢাকা-আরিচা মহাসড়কের জিরানী বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রথম  ফুট ওভার ব্রিজ নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। 


কিন্তু ব্রিজটিতে গত কয়েক মাস সিঁড়ির পাটাতনসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় এবং কিছু পাঠাতন ভেঙে পড়ে যায়।এতে ঝুঁকি নিয়েই প্রতিদিন মানুষ পারাপার হচ্ছে। যেকোনো সময় ফুট ওভার ব্রিজটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। 


আরও পড়ুন: ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলের নিরাপত্তায় র‍্যাবের তল্লাশি


মানুষ নিরাপদে পারাপারের জন্য ফুটওভার ব্রিজটি রক্ষণাবেক্ষণ না করায় চরম ঝুঁকিতে থাকলেও সড়ক কর্তৃপক্ষকে মেরামত করতে দেখা যায়নি।এলাকাবাসীর দাবী দ্রুত সময়ের মধ্যে ব্রীজটি সংস্কর করা হোক।


আরএক্স/