নিরাপত্তা নিশ্চিতে ৩২ ট্রেন চলাচল স্থগিত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪


নিরাপত্তা নিশ্চিতে ৩২ ট্রেন চলাচল স্থগিত
ফাইল ছবি

রেলপথ ও ট্রেনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই অঞ্চলের (পূর্বাঞ্চল-পশ্চিমাঞ্চল)  মোট ৩২টি ট্রেনের দুই দিন (৬ ও ৭ জানুয়ারি) চলাচল স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।


শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেসের কোচ দেখতে এসে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।


আরও পড়ুন: আমাদের নির্বাচন আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হোক: সিইসি


কামরুল আহসান বলেন, “আমরা কিছু লোকাল ট্রেন যেগুলোর দিনের বেলাতে মুভমেন্ট কম থাকে এমন পূর্বাঞ্চলের ২০টি এবং পশ্চিমাঞ্চলের ১২টি ট্রেন এই দুই দিন চালাচ্ছি না। আপাতত আমরা যে কয়েকটি ট্রেন স্থগিত রেখেছি। এগুলো ছাড়া বাকি সবগুলো ট্রেন চলাচল করবে।”


আরও পড়ুন: ভোটাধিকার প্রয়োগে দিলে কঠোরভাবে দমন করা হবে: র‍্যাব ডিজি


কেন স্থগিত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “যাত্রীর মুভমেন্ট কম থাকার কারণে এই ট্রেনগুলো সাসপেন্ড করা হয়েছে। এ ট্রেনে আমাদের যেসব কর্মচারী আছে তারা অন্য ট্রেনগুলোতে কাজ করবে। নির্বাচনের পূর্ব মুহূর্তে আমাদের লোকোমোটিভগুলো দিয়ে রেল লাইনের নিরাপত্তা দেখব। পুরো কাজটাই করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে সুসংগঠিত করার জন্য।”


জেবি/এসবি